রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ৮ জন আটক 

আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ৮ জন আটক 

ঢাকার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া রূপায়ণ এলাকা থেকে ইয়ার হোসেন কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। 

এলাকাবাসী জানায়, তারা প্রতিনিয়ত ছিনতাই চাঁদাবাজি ইভটিজিং গার্মেন্টস শ্রমিকের ওপর হামলা, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে জড়িত গত ৪ ডিসেম্বর চাঁদা না দেয়ায় আশুলিয়ার জামগড়া রূপায়ন এলাকার নেট এবং ডিস লাইনের ক্যাবল কর্তন করে এই ইয়ার হোসেন গ্যাং।

ঘটনাস্থল থেকে জানা যায়, ডিস লাইনের যিনি মালিক রয়েছেন রবিন ও আলামিনের কাছে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা কোনভাবেই ডিস নেট ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে হুমকি প্রদান করেন ইয়ার হোসেন গ্যাংয়ের লিডার ইয়ার হোসেন। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাদের ডিস ও নেটের ফাইবার ক্যাবল ৫০ থেকে ৬০ জনের একটি গ্যাং হামলা করে কেটে ফেলেন।

এই ঘটনার ভিত্তিতে আশুলিয়া থানার একাধিক চৌকস টিম ওসির নেতৃত্বে গত শুক্রবার আশুলিয়ার জামগড়া রূপায়ণ এলাকায় অভিযান পরিচালনা করে মো. সোহাগ আলী, মো. সাকিব ওরফে বাবু ওরফে সুজন, মো. সবুজ, মোহাম্মদ শাহিন, মো. মমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল ইসলাম, সুজন মিয়াকে আটক করে। 

এসময় তাদের কাছ থেকে দেশি অস্ত্রসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। তবে ইয়ার হোসেন গ্যাংয়ের লিডার ইয়ার হোসেনকে ধরতে ব্যর্থ হয় পুলিশ।

টিএইচ